Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে উপজেলা

অবস্থান: 24º44© Ñ24º52© উত্তর-আক্ষাংশ ও 90º46© Ñ 90º59© পূর্ব-দ্রাঘিমাংশ। আটপাড়া উপজেলার উত্তরে বারহাট্টা, দক্ষিণ কেন্দুয়া ও মদন, পশ্চিমে নেত্রকোণা সদর, পূর্বে খালিয়াজুরী উপজেলা।

আয়তন: ১৯২বর্গ কিলোমিটার।  জনসংখ্যা: ১,৩২,৪৪০ জন।

আটপাড়া থানার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো প্রথমে নেত্রকোণা সদর থেকে পরে বারহাট্টা থানা থেকে। ১৯১৭ সালের ২১আগষ্ট থেকে আটপাড়া থানার (পুলিশস্টেশন) কার্যক্রম শুরু হয়। ১৯৬২ সাল থেকে আটপাড়া সার্কেল উন্নয়ননের কার্যক্রম চালায় বারহাট্টা থানা থেকে। ১৯৬৪ সাল থেকে আটপাড়ার কার্যালয় স্থাপন করে কার্যক্রম শুরু করে। পরে জুলাই ১৯৮৩ সাল থেকে আটপাড়া কে উপজেলায় রূপান্তর করা হয়।