Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

আটপাড়া থানার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো প্রথমে নেত্রকোণা সদর থেকে পরে বারহাট্টা থানা থেকে। ১৯১৭ সালের ২১আগষ্ট থেকে আটপাড়া থানার (পুলিশস্টেশন) কার্যক্রম শুরু হয়। ১৯৬২ সাল থেকে আটপাড়া সার্কেল উন্নয়ননের কার্যক্রম চালায় বারহাট্টা থানা থেকে। ১৯৬৪ সাল থেকে আটপাড়ার কার্যালয় স্থাপন করে কার্যক্রম শুরু করে। পরে জুলাই ১৯৮৩ সাল থেকে আটপাড়াকে উপজেলায় রূপান্তর করা হয়।

আটপাড়া উপজেলার নামকরন:

ঈশাখাঁর শাসনামলে আটপাড়া সরকার বাজুহার অন্তর্ভূক্ত ছিল।  পরবর্তী সময় পরগনায়েনা সিরুজিয়াল ও মৈমনসিংহ পরগনাভুক্ত হয়ে পড়ে। মৈমনসিংহ পরগনার জমিদার গৌরীপুরের ব্রজেন্দ্রকিশোর রায় চৌধুরী নামানুসারে স্থানের নামকরন করেন ব্রজের বাজার। সে বাজারের পরবর্তী নাম আটপাড়া। স্থানীয়ভাবে আটপাড়া বাজারকে আজো ব্রজেরবাজার বলা হয়। আটপাড়া বলতে কোন মৌজা বা গ্রাম নেই।  আটপাড়া সদর এলাকাটি বানিজান মৌজায় অবস্থিত।

আটপাড়াউপজেলায়ইউনিয়ন:

আটপাড়া উপজেলায় ৭টি ইউনিয়ন রয়েছে। যেমন- বানিয়াজান, শুনুই, স্বরমইশ্বা, সুখারী, তেলিগাতি, লুনেরশ্বর, দোয়জ। সাতটি ইউনিয়নে গ্রামের সংখ্যা ১৭৫টি।